আগামী ২০ মার্চ (সোমবার) সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন পালনের লক্ষ্যে নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি।.
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।.
কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ মার্চ সকাল ৯ টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় (কাকরাইল) স্থাপিত হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বিকেল ৩ টায় বনানীতে দলীয় চেয়ারম্যান কার্যালয়ে জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও স্মরণ সভা।.
২২ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিকেল ৩ টায় স্মরণ সভা। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।.
এছাড়াও জাতীয় পার্টির সারাদেশের সব জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও প্রতিটি ইউনিটে যথাযোগ্য মর্যাদায় এরশাদের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত করার মাধ্যমে দিবসটি পালনের আহ্বান জানিয়েছে জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু এমপি।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: